মনিরামপুরে হেফাজতের নতুন কমিটির গঠন

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ১৩:১১

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ১৩:১১

ফাইল ফটো

মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর উপজেলা হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হয়েছে। বুধবার ১০১ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আশফাকুল আনোয়ার ও সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি কামরুজ্জামার কাসেমী। এরআগে সকালে জামেয়া ইমদাদিয়া মাদানিনগর মাদ্রাসায় হেফাজতের উদ্যোগে উলামা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আনওয়ারুল করিম।

যশোর জেলা হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নেতা মাওলানা নাছিরুল্লাহ, মুফতি কামরুল আনোয়ার নাঈম প্রমুখ।
সমাবেশে সর্ব সম্মতিক্রমে মাওলানা আশফাকুল আনোয়ার ইয়মিনকে সভাপতি, মুফতি কামরুজ্জামান কাসেমীকে সাধারণ সম্পাদক ও মাওলানা আশরাফ ইয়াছিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের হেফাজতে ইসলামের মনিরামপুর উপজেলা কমিটি গঠন করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: