
বিশেষ প্রতিনিধি।। আগামী ৩০ অক্টোবর দৈনিক লোকসমাজের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরাম। গতকাল বুধবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত ফোরামের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইন। ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আলমগীর কবির, নির্বাহী সদস্য শিপলু জামান প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে সভা থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এছাড়াও লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এস এম মজনুর রহমান মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় ফোরামের পক্ষ থেকে প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: