কেশবপুরে ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প সমাপ্তিকরণ সভা

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৩ জুন ২০২৪ ০১:০২

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৩ জুন ২০২৪ ০১:০২

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের সাথে ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিত্রাণের উদ্যোগে সংস্থার কার্যালয়ে সিডার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন, কবি মুনছুর আযাদ, শিক্ষক কুন্তল বিশ্বাস প্রমুখ। সমাপনী সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। প্রকল্পটি স্থায়ীত্বকরণে উপজেলা প্রশাসন কাজ করবেন বলে কর্মকর্তারা জানান। এ সময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, উন্নয়ন কর্মী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, দলিত শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #




আপনার মূল্যবান মতামত দিন: