
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
রাত ৮টার সময় কেশবপুর পৌরশহরে গাছের ডাল পড়ে ৩জন আহত ১জনের অবস্থা গ্রুতর। রাত ৮টার পর কেশবপুর থেকে ২জন যাত্রী নিয়ে একটি মহেন্দ্র অটো ত্রিমোহিনী যাওয়ার পথে শহরের খাদ্য গুদামের সামনে পৌছালে পাশে থাকা বট গাছের ডাল ভেঙ্গে মহেন্দ্র অটোর উপর পড়লে মহেন্দ্রর চালক বাহারুল( ২৮) সহ দুই যাত্রী মাহাত্মকভাবে আহত হয়। আহত এক যাত্রী কে গুরুতর অবস্থায় খুলনায় মেডিকেলে পাঠানো হয়েছে। চালকসহ বাকি দুজন কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে রাতে এই দুর্ঘটনার সময় ঝড়ো হাওয়া অব্যাহত ছিল। দূর্ঘটনায় মহেন্দ্র অটোটি দুমড়ে মুচড়ে যায় #

আপনার মূল্যবান মতামত দিন: