মনিরামপুরে ষড়যন্ত্রকারীরা যত বড় শক্তিশালী হউক তাদের প্রতিহত করতে হবে:প্রভাষক ফারুক হোসেন

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১১ মে ২০২৪ ২০:২৪

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১১ মে ২০২৪ ২০:২৪

ফাইল ফটো।

মনিরামপুর (যশোর)প্রতিনিধি।। মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের প্রভাষক ফারুক হোসেন বলেছেন, মোটর সাইকেল মার্কা (আমার) বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা যত বড় শক্তিশালী হউক না কেন তাদের প্রতিহত করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
শণিবার (১১ মে) মনিরামপুর পুরাতন দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে প্রভাষক ফারুক হোসেন আরও বলেন, আমি চেয়ারম্যান হতে পারেনি, কিন্তু মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। যতদিন বেচে থাকবো ততদিন মনিরামপুরবাসীর সেবক হয়ে থাকতে চাই।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাসেম আলী, গৌর কুমার ঘোষ, মিলন ঘোষাল, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার জহুরল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী আহবায়ক আহাদুল করিম, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: