
মনিরামপুর প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে তিনঘন্টা অভিযান চালিয়ে বাড়ির বাথরুমের পাইপের মধ্য থেকে দুই’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি তরিকুল ইসলাম ও ফরিদুল ইসলাম নামে সহোদর দুই ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মোবারকপুর গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুর তিনটার দিকে মোবরকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে তরিকুলের বাড়িতে থানা ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযান চলে। এ সময় পুলিশ মাদক বিক্রেতা তরিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। এসআই আতিকুজ্জামান জানান, প্রায় তিন ঘন্টা তল্লাশির পর বাড়ির বাবথরুমের পাইপের মধ্য থেকে দুই’শ পিচ ইয়াবাসহ তরিকুল ও তার ভাই ফরিদুলকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওসি মেহেদী মাসুদ জানান, তরিকুল ও ফরিদুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এর মধ্যে তরিকুলের নামে মাদকের আটটি এবং ফরিদুলের নামে পাঁচটি মামলা রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: