
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে রোববার ( ২৯ অক্টোবর -২৩ ) উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর দিবসটি পালন উপলক্ষে পতাকা উত্তোলন, শহীদ মিনারে শ্রদাধাঞ্জলী অপর্ণ, শহরে শোভাযাত্রা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠীর কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মানব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ , সদস্য সচিব সৈয়দ আকমল আলী, রবিউল ইসলাম, উপজেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, সাংবাদিক দীলিপ মোদক, শেখ শাহীন প্রমুখ। #

আপনার মূল্যবান মতামত দিন: