
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরের পাঁজিয়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে স্মরণ সভা ও প্রার্থনার আয়োজন করা হয়।
পাঁজিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রবি কুমার হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব রাম গাঁঙ্গুলী, পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম সরকার, সাধারণ সম্পাদক তাপস কুন্ডু, প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ শুভ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পার্থ সারথি সরকার, বৃহত্তর পাঁজিয়া কালী মন্দিরের সভাপতি সুবল দেবনাথ ফটিক, সাধারণ সম্পাদক অশোক অধিকারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ ব্যানার্জি। #

আপনার মূল্যবান মতামত দিন: