মণিরামপুর কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রিপনের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।। | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩ ০২:৩০

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩ ০২:৩০

ছবি- নিউজ প্রতিনিধি।

মণিরামপুরে উপজেলা কৃষকলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী মণিরামপুরে আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, জিয়াউর রহমান, উপজেলা যুবলীগ নেতা স ম আলাউদ্দীন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামাল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আল রাজী, চালুয়াহাটি ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার ভুট্ট, যুবলীগ নেতা শিপন সরদার প্রমুখ।
উল্লেখ্য,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী মণিরামপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্থান: উপজেলার নেংগুড়া বাজার, মণিরামপুর, যশোর।




আপনার মূল্যবান মতামত দিন: