
নিরাপদ সড়ক চাই ( নিসচা) বগুড়া জেলা শাখার মাসিক প্রস্তুতি মূলক সভা শনিবার দুপুর ২টায় শহরের অভিজাত এলাকায় লিটল গার্ডেন চাইনিজ ক্যাফে এ্যান্ড রেষ্টুরেন্টে নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে ও রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাস ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি কার্যক্রম পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মরহুম আলহাজ্ব সৈয়দ এহসান-উল হক কামাল এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলার শাখার সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ স্বপ্না চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম রিমন, প্রচার সম্পাদক ইমরান তালুকদার নিপু, নির্বাহী সদস্য কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু, শহিদুল ইসলাম, আব্দুল গফুর, সদস্য আরমান হোসেন ডলার, রবিউল ইসলাম সোহাগ, আরিফ রহমান, এ্যাডভোকেট রোমানা ইসলাম মায়া, কোহিনূর বেগম প্রমূখ।
শেষে মরহুম ভাইস-চেয়ারম্যান এহসান - উল হক কামালের আত্মার মাগফিরাত করে দোয়া পরিচালনা করেন নিসচা কাহালু উপজেলার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু ।

আপনার মূল্যবান মতামত দিন: