হরিদাসকাটির উত্তম আর নেই পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে গেলেন- এস এম ইয়াকুব আলী

নিউজ ডেস্ক।। | প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩ ০০:৫৫

নিউজ ডেস্ক।।
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩ ০০:৫৫

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ প্রতিনিধি।

গততিন দিন তিন রাত ধরে খুলনা সিটি হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করে আজ (৪ই আগষ্ট) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মনিরামপুর দিগংগা গ্রামের জনপ্রিয় মুখ হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি উত্তম। উত্তম এর মৃত্যুর সংবাদ পেয়েই অসুস্থ অবস্থায় ছুটে গেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ কমিটির নির্বাহী সদস্য যশোর-০৫ মনিরামপুর আসনে আগামী জাাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রত্যাশী যশোর সিটি প্লাজার চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী। সফরসঙ্গী হিসাবে সাথে ছিলেন সাবেক বার বার নির্বাচিত পৌর কাওন্সিলর বাবু গৌর কুমার ঘোষ, স্থানীয় ইউপি সদস্য প্রণব সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় এস এম ইয়াকুব আলী মরহুমের আত্মার শান্তি কামনার পাশা পাশী পরিবার এর প্রতি সমবেদনা জানান ।




আপনার মূল্যবান মতামত দিন: