কেশবপুরে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩ ০৭:৩৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩ ০৭:৩৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান। এ উপজেলার বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক দীলিপ মোদক, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রহমান, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ। #




আপনার মূল্যবান মতামত দিন: