
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের নওয়াপাড়া টু চুকনগর-কলাগাছি সড়কে কেশবপুর উপজেলার সুফলাকাটি এলাকায় মটরসাইকল ও টিগারের মুখােমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ জুলাই -২৩) রাত সাড়ে ৭ টার দিকে চুকনগর থেকে মােটরসাইকেল যোগে দুই জন চুকনগর টু নওয়াপাড়া রোডে বাড়ির উদ্দেশ্যে (পাঁজিয়া) দিকে যাওয়ার পথিমধ্যে সুফলাকাটি মাস্টার সমিরের গাে-ডাউনের সামনে নওয়াপাড়ার দিক থেকে আসা একটি টিগারের সাথে মুখােমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়। নিহতরা হলেন উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মন্ডল ওরফে সাগর (২২) ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সামনে রাজু কম্পিউটার ও ফটোকপির দোকানদার এবং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মরহুম আকবর হোসেন আকু'র ছেলে রাজু আহমেদ (২৫) রাজু আহমেদ বিবাহিত তার একটি ছোট শিশু কন্যা সন্তান রয়েছে বয়স আনুমানিক ৪ বছর । এব্যাপারে জানতে চাইলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান উভয়ের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় থানা পুলিশের পক্ষ থেকে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে তাদের দাফন -কাফন ও শৎকার করা হবে। দুই জন যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

আপনার মূল্যবান মতামত দিন: