কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩ ০৭:৪১

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩ ০৭:৪১

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির উদ্যোগে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান, মৎস্যজীবী মিজানুর রহমান প্রমুখ। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। #




আপনার মূল্যবান মতামত দিন: