কেশবপুরে নদনদী সংস্কারসহ ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে স্মারকলিপি

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩ ০৪:৫৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩ ০৪:৫৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে হরিহর নদ ও বুড়িভদ্রা নদী সংস্কারসহ ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কেশবপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদ ও বুড়িভদ্রা নদী দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে মারা যাচ্ছে। নদীতে কচুরিপনা হয়ে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। স্মারকলিপিতে ৬ দফা দাবির ভেতর রয়েছে- উৎস মুখ থেকে সংস্কারের মাধ্যমে হরিহর নদীর পলি ও কচুরিপনা অপসারণ করা, অন্যায়ভাবে নদীর উপরে যারা অত্যাচার চালিয়ে নদীকে হত্যার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ২৭ বিলের পানি নিষ্কাশনের জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা প্রভৃতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের নিকট ওই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি শওকত হোসেন, কৃষক নেতা আবু তালেব, মশিয়ার রহমান, সুকুমার মন্ডল প্রমুখ। #




আপনার মূল্যবান মতামত দিন: