
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে যশোরের কেশবপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বজন সমাবেশের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই স্মরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য হাবিবুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম খান, দিলীপ মোদক, ওয়াজেদ খান ডবলু ও রমেশ দত্ত। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান। #

আপনার মূল্যবান মতামত দিন: