এরশাদ ও শামসুল আলম মাষ্টারের মৃত্যু বার্ষিকী পালন করলেন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- | প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ ০৩:১৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩ ০৩:১৪

ফটো:নিউজ প্রতিনিধি

আগামী ১৪ জুলাই শুক্রবার  জাতীয় পার্টি প্রয়াত  চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র মরহুম শামসুল আলম মাষ্টারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করবে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ১০ জুলাই সোমবার দলীয় কার্য়লয়ে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা'র আহবায়ক আমান উল্লা আমান এর সভাপতিত্বে 

দক্ষিণ জেলা জাপা'র সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জাপা'র যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ, নুরুচ্ছফা সরকার (পুর্ব) সৈয়দুল আরেফিন প্রান্ত, আবুল কাসেম, দিদারুল আলম, জালাল উদ্দীন, মো: মঞ্জু, সাহাব মিয়া প্রমুখ।  সভায় বক্তারা আগামী ১৪ জুলাই জাপা'র প্রয়াত চেয়ারম্যান 

এরশাদ ও শামসুল আলম মাষ্টারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে  সকালে পটিয়া

জাপা'র  দলীয় কার্য়লয়ে পতাকা অর্ধনমিত ও  খতমে কুরআন, দোয়া  ও মিলাদ মাহফিল শেষে শামসুল আলম মাষ্টারের কবর জিয়ারত করে পুষ্পমাল্য অর্পণ করা হবে।  এসব কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের আহবান জানান। 




আপনার মূল্যবান মতামত দিন: