
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে শনিবার (৮জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গড়ভাঙ্গা ক্রিকেট কাউন্সিলের আয়োজনে নাক,কান,গলা ও স্ত্রী রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নাক,কান ও গলা বিষয়ক সহকারী অধ্যাপক বিশেষজ্ঞ সার্জন ডাঃ উৎপল কুমার সরকার, যশোর আদ দীন সখিনা হাসপাতলের মেডিকেল অফিসার হাফিজা আক্তার ও যশোর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার পাপ্পু ব্যানার্জী ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য খন্দকার আজিজুর রহমান আজিজ, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে , পাঁজিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্বাজ উদ্দিন , ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, আলতাপোল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও অভিজিৎ বসু প্রমুখ।#

আপনার মূল্যবান মতামত দিন: