
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে বিদ্যুতস্পৃষ্টে রেজাউল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার কুশলদিয়া গ্রামে। নিহত শার্শা উপজেলার নিশ্চিতপুর গ্রামের আলী হায়দারের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোর জেলার শার্শা উপজেলার নিশ্চিতপুর গ্রামের রেজাউল ইসলাম (৩৫) পেশায় একজন শ্রমিক। সে দেশের বিভিন্ন এলাকায় রাস্তা ও ব্রীজ নির্মাণের কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে কেশবপুর উপজেলার কুশলদিয়া গ্রামে বুড়িভদ্রা নদীর উপর দিয়ে নেপাল নাথের ব্রীজ নির্মাণের কাজ করাকালিন সময়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

আপনার মূল্যবান মতামত দিন: