
যশোরের মনিরামপুরে বর্তমান সরকারের আমলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের মোট নিহত ১১ নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন পণ্যসামগ্রি বিতরণ করা হয়।এ উপলক্ষ্যে দলিয় কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহŸায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, জামশেদ আলী, খেদাপাড়ার আজিবর রহমান, পৌর যুবদলের আহŸায়ক আব্বাস উদ্দিন, ফরহাদ হোসেন, মাসুদ পারভেজ রুবেল, মৎস্যজীবী দল নেতা মামুনুর রশিদ চমক, ছাত্রদল নেতা ইমরান হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে ১১ নিহত নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে নগদ অর্থ এবং ডাল, সেমাই, চিনি, লবন, সাবান, শাড়িসহ বিভিন্ন পণ্যসামগ্রি বিতরণ করা হয়। নিহতরা হলেন মেজবাহ উদ্দিন চন্টু, আশিকুর রহমান, বজলুর রহমান, আবু সাইদ, মতিয়ার রহমান, আনিচুর রহমান, আছাদুজ্জামান, হাফিজুর রহমান, ইউসুফ আলী, লিটন হোসেন, আনিছুর রহমান।

আপনার মূল্যবান মতামত দিন: