যশোরে সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি | প্রকাশিত: ২২ জুন ২০২৩ ০২:২১

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০২৩ ০২:২১

ফটো:নিউজ প্রতিনিধি

যশোর সদর উপজেলা সতীঘাটা কামালপুর বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে ও যশোর বন বিভাগের সার্বিক সহযোগিতায় মনিরামপুর সড়কের দুই ধার দিয়ে বৃক্ষরোপন উদ্বোধন করা হয়েছে। ২১ ই জুন বুধবার ২১/০৬/২০২৩ ইং তারিখ সকালে

সতীঘাটা কামালপুর বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে মনিরামপুর সড়কে দুই ধার দিয়ে এই বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়। যশোরে কামালপুর বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে মনিরামপুর মহাসড়কের দুই ধার দিয়ে বিভিন্ন প্রজাতি ফলজ বনজ ও ওষুধি চারা গাছ ও বৃক্ষরোপন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সতীঘাটা কামালপুর ও বাজুয়াডাঙ্গা সামাজিক বনায়ন সমিতির সভাপতি, মোঃ শহিদুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কোষাধাক্ষ মোঃ মোজাহার আলী, সদস্য মোঃ আফসার হোসেন সদস্য মোঃ ওয়াাজেদ আলী, সদস্য মোঃ নাসির উদ্দিন নায়ন, সদস্য মোঃ শরিফুল ইসলাম ঝন্টু, সাবেক কোষাধ্যক্ষ প্রভাষক রমজান আলী, রাকিব হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রজাতি ফলজ বনজ ও ঔষধি চারা গাছ রোপন কালে আরো উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের মোঃ আবু খায়ের, মোঃ ফজলুর রহমান প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন: