
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের সমাধান হলরুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কবি মুনছুর আজাদ, শিক্ষার্থী তমা খাতুন প্রমুখ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ৩৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। #

আপনার মূল্যবান মতামত দিন: