সরকার স্বাস্থ্য  সেবা নিশ্চিত করতে কাজ করছে- চেয়ারম্যান মোহাম্মদ সেলিম  

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৮ জুন ২০২৩ ২২:৪৩

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৮ জুন ২০২৩ ২২:৪৩

ছবি- নিউজ প্রতিনিধি।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পে’র উদ্বোধন করা হয়েছে। গত (১৭ জুন) শুক্রবার সকালের এ চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন রোগের দুই শতাধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। 

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ ভূর্ষি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারহানা আফরিন জিনিয়া। 

সমাজ সেবক লিটন চৌধুরী’র সভাপতিত্বে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা: মো: দিদারুল আলম সুজন। উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা জাতীয়  শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, দক্ষিণ ভূর্ষি ইউপির ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাহাবুব আলম মেম্বার, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক রনধীর দে, ইউপি মহিলা সদস্য মিল্কি চৌধুরী, যুবনেতা বিল্পব দাশ অভি। এসময় চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন, সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। বর্তমান সরকার শিক্ষা, চিকিৎসা, খাদ্য বস্র বাসস্থান নিশ্চিত করতে প্রযোজনীয় পদক্ষেপ নিয়েছেন। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সংকলকে ঐকবদ্ধ হওয়ার আহবান জানান। 




আপনার মূল্যবান মতামত দিন: