কেশবপুরে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করলেন শাহীন চাকলাদার এমপি

অলিয়ার রহমান | প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০৫:৫৮

অলিয়ার রহমান
প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০৫:৫৮

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে ৭২০ জন প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে কৃষি অফিস মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।
রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলার ৭২০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। #




আপনার মূল্যবান মতামত দিন: