
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে শুক্রবার সকালে সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ তীরে আবৃত্তি ও গানে মধুসূদন বন্দন করা হয়েছে। সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির উদ্যোগে ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু। কবি রিয়াজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের বাচিকশিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, বাচিকশিল্পী মাসুম আজিজুল বাশার ও নুরুজ্জামান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মধুসূদন একাডেমির পীযুষ কান্তি সেন স্বাধীন ও তার দল, বাংলাদেশ বেতার ও বিটিভির সংগীত শিল্পী উজ্জ্বল ব্যানার্জী এবং যশোর জেলা শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক মনজুরুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন কবি সবুজ শামীম আহসান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, শ্রাবণী সুর প্রমুখ। অনুষ্ঠানে যন্ত্রানুসংগীত শিল্পী ছিলেন মধুসূদন সঙ্গীতালয়ের পরিচালক অলোক বসু বাপী। #

আপনার মূল্যবান মতামত দিন: