পুনরায় ট্রাস্টি নির্বাচিত হওয়ায় শ্যামল সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৭ মে ২০২৩ ০৬:৩৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৭ মে ২০২৩ ০৬:৩৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ


বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কেশবপুরের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক শ্যামল সরকার পুনরায় ট্রাস্টি পদে বহাল হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখা, সদর উপজেলা শাখা ও ছাত্র ঐক্য পরিষদ, যশোর জেলা শাখার নেতৃবৃন্দ শুক্রবার কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ে এসে শ্যামল সরকারের সাথে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সভাপতি সন্তোষ দত্ত, সাধারণ সম্পাদক তপন ঘোষাল, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, শংকর পাল, অসীম ভট্টাচার্য বাপী, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত , পংকজ দাস প্রমুখ।
এছাড়াও ছাত্র ঐক্য পরিষদের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#




আপনার মূল্যবান মতামত দিন: