
মাগুরার ইছাখাদার লিচু দেশ সুখ্যাত, বছরের এবারের মওসুমে লিচুর ফলন অন্য বছরের তুলনায় বেশি।
মাগুরা জেলা ছাত্রলীগের সদস্য মো: ছাব্বিরের দাওয়াতে ইছাখাদা গ্রামে তাদের নিজস্ব লিচু বাগানে, গতকাল ১২ মে বিকাল ৫ টার সময় লিচুর আড্ডায় যুক্ত হয় মাগুরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ছোটভাই ছাব্বিরের লিচু খাওয়ার দাওয়াতে নেতৃবৃন্দ অত্যন্ত খুশি হয়ে বলেন, মাগুরা জেলা ছাত্রলীগের সদস্য মো : সাব্বিরের দাওয়াতে আমরা খুশি হয়েছি, আমরা প্রায় ৪০০-৫০০ লিচু খেয়েছি, অত্যন্ত এই সুস্বাদু লিচু আসলেই খাওয়ার যোগ্য এছাড়াও সারা বাংলাদেশে ইছাখাদা গ্রামের লিচুর খুবই সুনাম রয়েছে। এই ইছাখাদা গ্রাম থেকেই সারা বাংলাদেশে লিচু সরবারাহ করা হয়ে থাকে। পরিশেষে ছাব্বির বলেন সবাইকে নিজ বাগানের লিচু খাওয়াতে পেরে আমি অত্যন্ত খুশি।

আপনার মূল্যবান মতামত দিন: