কেশবপুরের সাগরদাঁড়ি ইউপি'র উদ্যোক্তার মৃত্যুতে চেয়ারম্যান মুক্ত ও ইউপি সদস্যবৃন্দ শোকাহত

অলিয়ার রহমান | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৫:১৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ০৫:১৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা দেবাশীষ দাসের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।

ইউনিয়ন পরিষদ ও পারিবারিক সুত্রে জানাযায় কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সন্তোষ দাসের পুত্র সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা দেবাশীষ দাস (৪২) শনিবার গভীর রাতে নিজ বাড়িতে ষ্ট্রোক করলে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার উদ্যোশ্যে যাওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এই অকাল মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য ভক্ত ও গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী রূপালী রাণী মন্ডল চিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্বদালাপী, হাস্যোজ্জ্বল প্রিয় মানুষ দেবাশীষ দাসের অকাল মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তসহ ইউনিয়ন পরিষদের পরিষদবর্গ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সাথে সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ইউনিয়নবাসীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ প্রমূখ।




আপনার মূল্যবান মতামত দিন: