
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা কৃষি অফিসের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তারের পরিচালনায় বুধবার বিকালে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ২ কোটি ৮৩ লাখ টাক ব্যায়ে নব-নির্মিত উপজেলা কৃষি অফিসের দ্বিতল ভবন উদ্বোধন করেছেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
এঁর আগে উপজেলা পরিষদের হলরুমে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র ছাত্রীদের নগদ টাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব প্রদান করেন ।
প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১০০ জনকে ২ লাখ ৪০ হাজার, পঞ্চম থেকে দশম শ্রেণির ৮০ জনকে ৪ লাখ ৮০ হাজার ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৩০ জনকে ২ লাখ ৮৮ হাজার নগদ টাকা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫২ জন শিক্ষার্থীকে ২৫২ টি ট্যাব প্রদান করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, যুব ও ক্রীড়াা বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মনজুর রহমান, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনসুর আলী, যুগ্ম-আহ্বায়ক সাবেক কাউন্সিলর মফিজুর রহমান খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম আলতাফ হোসেন, সাতবাড়িা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, জি এম মিজানুর রহমান মিল্টন, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লতিফুল কবির মনি, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্না হোসেন মুন্না, পৌর ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: