
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় চলন্ত অবস্থায় একটি মিনি ক্রেন গাড়িতে আগুন দেখতে পায় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিনি ক্রেনটির চালক আরমান হোসেন বলেন, দাউদকান্দি ব্রিজ সংলগ্ন বসুরচর এলাকায় একটি টাওয়ার নির্মাণ কাজ চলছে।সেখানে মালামাল খালাস করতে গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে মদনপুর এলাকায় ফিরে যাচ্ছিলেন পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির সামনে আসলে তার গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি কোনরকম থামিয়ে জানলা দিয়ে লাফ দিয়ে তিনি নিচে নেমে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিপন মল্লিক বলেন, দুপুর সোয়া দিকে আমরা আগুন লাগার খবর পাই। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।প্রাথমিকভাবে ধারনা করছি ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি

আপনার মূল্যবান মতামত দিন: