
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব, দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ শে মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের সভাপতিত্বে সফলভাবে দিবসটি উদযাপিত হয়। আলোচনা সভা শেষে নরেন্দ্রপুর ইউনিয়নের ০৬ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন বাবর আলী দফাদার, নওশের আলী, ওলিয়ার রহমান, মকবুল হোসেন, কেছমত আলী ও আবুল কালাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবু হানিফা, প্রধান শিক্ষক আলী আকবর, ইউপি সদস্য আঃ মালেক, তানজিলা খাতুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: