
২৬ শে মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) উদ্যোগে যশোর মনিহার মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রবিবার (২৬ শে মার্চ) ১১ ঘটিকার সময় (বিএম এস এস) উদ্যোগে এই বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এই উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) খুলনা বিভাগীয় সহ-সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কন্ঠে ব্যবস্থাপনা সম্পাদক আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি যশোর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, যশোর জেলা সভাপতি এবং এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি নাসিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনা যশোর জেলা সিনিয়র ফটো সাংবাদিক মোঃ ওয়াজেদ আলী, আসিফ সেতু, ইকরাম হোসেন, শেখ আমিরুল ইসলাম, মোঃ আলতাফ হোসেন সহ আরও অনেকে।

আপনার মূল্যবান মতামত দিন: