
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। সকাল ১০:০০ টায় নোমানী ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে ২৫ মার্চে শহীদদের স্মরণে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রা্খেন পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার), জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল কালোরাত ২৫ মার্চ। এই দিনে বাঙালিদের কন্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার জন্য ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পড়ে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চালায় বর্বর পাক হানাদাররা। ২০১৭ সালের ১১ মার্চ মহান জাতীয় সংসদে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসুচি গ্রহন করে। কর্মসুচির মধ্যে ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে গনহত্যা সম্পর্কিত স্মৃতিচারণ ও আলোচনা, শহীদ স্মৃতিস্থম্ভে পুস্ফস্থবক অর্পন, আলোচনা সভা, নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,গনহত্যার উপর আলোকচিত্র প্রদর্শনী সন্ধ্যায় প্রতিকি ব্লাক আউট।।

আপনার মূল্যবান মতামত দিন: