
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামাঞ্চলে টিউবওয়েল গুলো অকেজো পড়েছে জনগণ পান পানির সংকটে চরম হতাশায় ভুগছে। বৃহস্পতিবার ( ১৬ মার্চ) বিকাল বেলায় সতীঘাটা তোলাগোলদার পাড়া কয়েকটি পরিবার পানির সংকটে এক ব্যক্তির বাড়িতে সিরিয়ালে তাদের কলসি ঘড়া জগ পেতে পানি নিতে দেখা মেলে। এ বিষয়ে জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, আকাশ থেকে বৃষ্টি যদি পড়ে তাহলে আমাদের দুর্ভোগের কোন সীমা নেই। টিউবওয়েলের চাপলে পানি উঠছে না পানি সংকটে আমাদের ছেলে পরিবার নিয়ে চরম আতঙ্কে ভুগছি। তারা আরো বলেন আল্লাহর নিকট ফরিয়াদ করি তিনি যেন বৃষ্টি দেয় তাহলে আমরা এবং আমাদের পরিবার এ পানি সংকট এবং চরম হতাশার থেকে মুক্তি পাব।

আপনার মূল্যবান মতামত দিন: