যশোরের ঐতিহাসিক সাংস্কৃতিক সুরবিতানের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ১০:৪৯

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ১০:৪৯

ছবি- নিউজ প্রতিনিধি।

যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবিতানের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার( ১০ মার্চ) সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোরের সুরবিতান সভাপতি অ্যাড. শহীদ আনোয়ার হোসেন'র সভাপতিত্বে ও মৌ রাণী বসুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সুরধুনীর সভাপতি হারুন অর রশিদ, চাঁদের হাটের সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। উদ্বোধন অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের পর একে একে ৪৬টি গানে নৃত্য পরিবেশন করেন অর্ধ শতাধিক শিল্পী। পরিবেশিত নৃত্যের ছন্দে ও গানের তালে তালে গ্রামীন জীবনধারা, দেশপ্রেম, গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি, প্রতিবাদ, প্রেম আবার কখনো বিরহকাতর যুগলের অমর প্রেমের গল্পের অপরূপ চিত্র ফুটে ওঠে।




আপনার মূল্যবান মতামত দিন: