
যশোর মণিরামপুরে আমরা নামে নয়,কাজে বিশ্বাসী এই স্লোগান কে সামনে রেখে শুক্রবারে ফ্যামিলি সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৩ মণিরামপুর পাবলিক লাইব্রেরীর ভিতর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মণিরামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহজোগিতায় ছিলেন প্রান্ত আই টি,জামান ওয়াচ,স্বপ্নীল কসমেটিক্স,স্পোর্টস গ্যালারি, কলম কথা হেলথ কেয়ার, সেবা ডায়গানস্টিক সেন্টার,জিনিয়া প্যাথলজি, মাই মণিরামপুর নিউজ। এসময় বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট বশির আহম্মেদ এপিপি, জজ কোর্ট যশোর, প্রভাষক নুরূল হক সম্পাদক পাবলিক লাইব্রেরি মণিরামপুর, দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান,প্রকাশক ও সম্পাদক দৈনিক কলম কথা সুমন চক্রবর্তী সহ (এস.এস.ডি.ও) সংগঠনের অসংখ্য সমাজসেবী তরুন তরুণী। (এফ.এস.ডি.ও) এর সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা নামে নয়, কাজে বিশ্বাসী। আমরা প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি দিতে প্রায় সক্ষম হয়েছি। দেশের কোথাও না কোথাও আমাদের সমাজসেবা মূলক কাজ প্রতিদিনিই চলমান। বছরে ৩৬৫ দিনিই আমরা অসহায় মানুষের জন্য কাজ করি। এছাড়া সংগঠনের কার্জক্রম তুলে ধরেন। প্রধান অতিথি র বক্তব্যে আশেক সুজা মামুন বলেন, সামজিক কাজ সবাই করতে পারে না, সামাজ সেবা মূলক কাজ একটি নেশা। টাকা থাকলেই সেবা করা জাই না। অনুষ্ঠান শেষ অংশে কেক কেটে ৬ষ্ঠ বার্ষিক উদযাপন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: