
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি গতকাল (শুক্রবার) দুপুরে দৈনিক পূর্বকোণের পটিয়া প্রতিনিধি ও পটিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অসুস্থ রবিউল আলম ছোটনকে পটিয়া জেনারেল হাসাপাতালে দেখতে যায়। এসময় তিনি রবিউল আলম ছোটনের চিকিৎসার খবরাখবর নেন। এছাড়া চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি বহন করার আশ্বাস দেন। এছাড়াও বিকেলে দেখতে যান পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।
এসময় তার সাথে ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কার্যকরী সদস্য নুর হোসেন, জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু,
উপজেলা আওয়ামীলীগ নেতা নুর উর রশিদ চৌধুরী এজাজ, আঃলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা মোঃ সোহেল, বয় সমিতির সভাপতি মহিউদ্দিন,মো: হেলাল সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য দৈনিক পূর্বকোণ প্রতিনিধি রবিউল আলম ছোটন গত বৃহস্পতিবার দুপুর ২টায় প্রচন্ড পেটের ব্যথায় আক্রান্ত হয়ে পটিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি ঘটলে রাত ৩ টায় ব্যাথা জনিত কারণে অপারেশন করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়েছে বলে তার পারিবারিক সুএে জানা যায়।

আপনার মূল্যবান মতামত দিন: