
যশোরে মনিরামপুর মহাসড়কে বেগারীতলা অদূরে ৮ মাইল জামতলা নামক স্থানে জ্বালানি কাঠ বোঝায় মালবাহী একটি ট্রাক যার নাম্বার যশোর - ট ১১ - ২১১১ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধান খেতে পড়ে যায়। শুক্রবার ( ১০ মার্চ) গভীর রাতে আনুমানিক রাত ৩ টা ৩০ মিনিটে এই মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উল্টে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার বাগেরহাট থেকে জ্বালানি কাঠ বোঝায় দিয়ে ট্র্যাকটি কুষ্টিয়া উদ্দেশ্যে রওনা হয় পথিমধ্যে মনিরামপুর মহাসড়কে মনিরামপুর বেগারীতলা অদূরে ৮ মাইল জামতলায় সড়কের রোডস্থ প্রতিমধ্য আসলে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধান ক্ষেতে পড়ে যায়। এই সড়কে ঘটনায় কোন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানান।

আপনার মূল্যবান মতামত দিন: