
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি’র অর্থায়নে উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এর সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ মার্চ) অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ।
এর আগে ১৬ ই ফেব্রুয়ারী, (বৃহস্পতিবার) ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি বাজার ব্যবস্থাপনা কমিটির অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে শাকসব্জী পুষ্টি বিষয়ক সম্পর্কে বিষদভাবে আলোচনা করা হয়। বসতবাড়িতে বেশী বেশী সব্জীর চাষ করে পুষ্টিকর খাবার উৎপাদন করার উৎসাহ দেওয়া হয়। এ-বিষয়ে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, বসতবাড়ির আশেপাশে, বাড়ির ছাদে, বাড়ির আংগিনা সহ বিভিন্ন জায়গায় বেশি বেশি শাক সব্জির চাষ করে দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের উন্নয়নে নিত্য নতুন সব কল্যাণকর প্রযুক্তির বাস্তবায়নের কাজ করতে চাই। পুষ্টিকর খাবারের অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত না হই সেজন্য আমরা সকলে সচেতন হয়ে আশেপাশের সকলকে সচেতন করে বেশি বেশি পুষ্টিকর খাবার উৎপাদন করতে পারি সকলে মিলে সেই কাজ করতে চাই।

আপনার মূল্যবান মতামত দিন: