
''প্রতিবন্ধী ভাতা প্রদান, শেখ হাসিনারই অবদান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ১২০ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ভাতা'র বই বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ মার্চ) সকালে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে প্রতিবন্ধীদের মাঝে এই ভাতা'র বই বিতরণ করা হয়। নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব নাজমা খাতুনের সভাপতিত্বে সকালে ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে প্রতিবন্ধীদের মাঝে ভাতা'র বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ২০২২-২০২৩ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আজ অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার বই তাদের হাতে তুলে দেওয়া হলো ৷ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র স্বদিচ্ছায় আপনারা সব ধরণের সুবিধা পাচ্ছেন আগামীতেও পাবেন ৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভাতা সুবিধা ভূগীদের মাঝে বিনামূল্যে এসব কার্ডের মাধ্যমে ভাতার টাকা বিতরণ করছেন ৷ এসব ভাতার কার্ড করতে একটি টাকাও লাগেনা, তাই আপনারা কার্ড বাবদ কাউকে কোন টাকা দেবেন না। ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ আরোও বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের দল বিএনপিকে প্রশ্রয় দেয়া যাবে না। তাদেরকে সুযোগ দিলে তারা আবারো দেশে অরাজকতা সৃষ্টি করে দরিদ্র লোকদের জীবনযাত্রায় হুমকি হয়ে দাঁড়াবে। তাই আসুন আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলে একতাবদ্ধভাবে কাজ করি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফসিয়ার রহমান, আ: মালেক, আ: রাজ্জাক, মকবুল হোসেন, মনিরুজ্জামান শাকির, রহিমা বেগম, তানজিলা খাতুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: