হতদরিদ্র পরিবারের পাশে রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ২২:০৯

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ২২:০৯

দৈনিক সমসাময়িক ফটো।

যশোরের মণিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়নের, বাজে চালুয়াহাটি গ্রামের এক হতদরিদ্র পিতা আনারুল ইসলামের দুই সন্তানের জন্য আর্থিক সহযোগিতা করেন, রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF)।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন। গত ২৭-০২-২৩ তারিখ রোজ সোমবার আমরা আমাদের সহযোদ্ধা রায়হান কবির এর মাধ্যমে জানতে পারি ১১নং চালুয়াহাটি ইউনিয়নের, বাজে চালুয়াহাটি গ্রামের এক হতদরিদ্র পিতা আনারুল ইসলামের দুই সন্তান। মেয়ে তাসনিম (৮) ছেলে মোস্তাকিম (৩) দীর্ঘদিন হার্নিয়া রোগে ভুগছে।

উক্ত পরিবারের জন্য চিকিৎসার খরচ বহন করা দুঃসাধ্য হয়ে দাড়িয়েছে। তারা সাহায্যের জন্য ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF) পরিবারকে জানালে। সংগঠনের সকল সদস্যের সাথে আলোচনা করে সংগঠন হতে সাহায়তা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং গত ০২-০৩-২৩ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF) পরিবার আনারুল ইসলামের বাসায় গিয়ে বাচ্চার খোঁজ নিতে যায় এবং চিকিৎসার জন্য ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে।

আনারুল ইসলামের বলেন আমার দুই সন্তান। মেয়ে তাসনিম (০৮) ছেলে মোস্তাকিম (০৩) দীর্ঘদিন হার্নিয়া রোগে ভুগছে তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আমার পক্ষে চিকিৎসার খরচ বহন করা দুঃসাধ্য হয়ে দাড়িয়েছে। রাজগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন (FCBF) আজ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি সংগঠন ও সংগঠনের সকল সদস্যের জন্য দোয়া করি তারা সব সময় অসহায় মানুষের পাশে থাকতে পারেন। এবং সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সিনিয়র সদস্য বিপ্লব হোসেন, রায়হান বাবু, সাবেক সভাপতি সবুজ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান কবির ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সভাপতি রাকিব রায়হান বাঁধন, কোষাধ্যক্ষ সাব্বির হোসেন প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন: