অভয়নগরে মৎস্য ঘের থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ১২:০০

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৪ মার্চ ২০২৩ ১২:০০

ছবি- নিউজ প্রতিনিধি।

যশোরের অভয়নগর উপজেলায় ধোপাদী গ্রামের উলু'র বটতলা এলাকার একটি মৎস্য ঘের থেকে রাশেদ হোসেন (২৪) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে উক্ত ঘের থেকে লাশ টি উদ্ধার করা হয়। নিহত রাশেদ হোসেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ধোপাদী গ্রামের আজিবর ওরফে আজি সরদার উলু'র বটতলা এলাকায় তার নিজ মৎস্য ঘেরে গতকাল শুক্রবার দুপুরে মাছের খাবার দেয়ার সময় পানির মধ্যে একটি লাশ দেখতে পায়। এরপর সে এলাকার লোকদের জানায়। পরে এলাকাবাসী অভয়নগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১ টার সময় মাছের ঘের থেকে গলায় রশি পেচানো ভাসমান লাশটি উদ্ধার করে।
ঘের মালিক আজিজুর রহমান সরদার জানান, আমি আমার মৎস্য ঘেরে মাছের খাবার দিতে যাই। খাবার দেওয়ার সময় ঘেরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীকে জানাই। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের পিতা জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার সকালে রাশেদ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। শুনেছি তিনজন লোক ইজিবাইক রিজার্ভ করে নিয়ে গেছে। এরপর আর বাড়ি ফিরে যাইনি। অনেক খোজাখুজির পরও তাকে আর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার দুপুরে এক আত্বীয়ের মাধ্যমে জানতে পারি অভয়নগরে মৎস্য ঘেরে একটি লাশ পাওয়া গেছে। আমরা থানায় এসে আমার ছেলে রাশেদের লাশ দেখতে পাই।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, উপজেলার ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে রাশেদ নামে একজন ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় রশি পেচানো ছিল। তার বাড়ি ঝিকরগাছা উপজেলার মঠবাড়িয়া গ্রামে। থানায় মামলা হয়েছে। ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দ্যেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: