কেশবপুরে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২০তম সম্মেলন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ১০:০৬

অলিয়ার রহমান
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ১০:০৬

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুর উপজেলা বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ স¤পাদক বাসুদেব সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।




আপনার মূল্যবান মতামত দিন: