গজারিয়ায় উপজেলা নির্বাহী অফিসার এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।। | প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৬:২৮

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
প্রকাশিত: ১ মার্চ ২০২৩ ০৬:২৮

দৈনিক সমসাময়িক ফটো।

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউল ইসলাম চৌধুরীর বদলি জনিত বিদায় উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার বিকাল ৫ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড্যা:মৃণাল কান্তি দাস,এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জি এম রাশেদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সিনি:সহ সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান মো:রেফায়েত উল্লাহ খাঁন তোতা (সি,আই,পি),উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,জেলা পরিষদ সদস্য মো:সাইদুর রহমান খাঁন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন,মো:মিজানুর রহমান প্রধান,মো:হাফিজুজ্জামান খাঁন জিতু,মো:মনিরুল হক মিঠু,ইঞ্জি:সাহিদ মো:লিটন, মো:কামরুল ইসলাম ফরাজী,গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এর দুই বছর ৩ মাসের কর্ম জীবনের ভূয়সী প্রশংসা করে স্মৃতি চারণ করেন।




আপনার মূল্যবান মতামত দিন: