
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সমর্থনে মিছিল করেছে উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মিছিল করে উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হক পার্থ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:হাবিবুর রহমান হাবিব,সাবেক গজারিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক ইলিয়াস সরকার,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক কাউসার আলম খাঁন,সাবেক কলিম উল্লাহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিজাম দেওয়ান, উপজেলা যুবলীগ নেতা নুরুজ্জামান দেওয়ান,বাউশিয়া ইউপি ছাত্রলীগের সাবেক সা:সম্পাদক শেখ ফরিদ নয়ন,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি মঞ্জরুল আলম মঞ্জু,যুবলীগ নেতা মিজানুর রহমান লালন,শাহ আলম প্রধান,স্বপন সরকার,উপজেলা ছাত্রলীগ নেতা রানা সরকার,পারভেজ সুমন প্রমূখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা আসন্ন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক
সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামকে নির্বাচিত করার দাবি জানান।

আপনার মূল্যবান মতামত দিন: