
দীপ্ত এগ্রো বিডি লিমিটেডের এর মালিকানা যশোর জেলা মনিরামপুর উপজেলা ৩ নং ভোজগাতী ইউনিয়নে জামজামি গ্রামে দীপ্ত ভার্মি কম্পোস্ট স্টেটের ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন, কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক বর্তমান কৃষি মন্ত্রণালয়ের এ পি এ এর সদস্য কৃষিবিদ ড: মোঃ হামিদুর রহমান। বাংলাদেশের সর্ববৃহৎ দীপ্ত ভার্মি কম্পোস্ট স্টেট জৈব কৃষি কারখানা যার উৎপাদন ক্ষমতা মাসে ৫৭ টন। পরিদর্শন কালে তিনি বলেন জৈব কৃষি সারের কোন বিকল্প নেই এবং ভার্মি কম্পোস্ট সার হচ্ছে সকল জৈব সারের মধ্যে উত্তম। তিনি আরো বলেন জৈব সার কৃষি জমিতে প্রয়োগ করলে কৃষি জমিতে ফসলের ফলন ভাল হয়। যেমন ধান, পাট শাকসবজি তরিতরকারি মালটা লেবু,কাজুবাদাম চুই, ও বিভিন্ন গাছের গোড়াতে প্রয়োগ করলে গাছ বৃদ্ধি পায় এবং ফলজ গাছের ফল ভাল হয়। জৈব সার কৃষি কাজে সবচেয়ে বেশি উপযোগী। দ্বীপ্ত এগ্রো বিডি লি: ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি কারখানার উদ্যোক্তা মালিককে আমি সাধুবাদ জানাই আমি আনন্দিত প্রকল্প দেখে। তিনি আরও বলেন দীপ্ত ভার্মি কম্পোস্ট সার জৈব কৃষিতে সমৃদ্ধির নতুন সম্ভাবনা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দীপ্ত এগ্রো বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার সেলিম অগ্নির বড়ো ভাই সুলতানুজ্জামান ( তিতু) কৃষক লৎফর রহমান সেলিম, আমির আব্বাস, মফিজুর রহমান,রবিন্দ্রনাথ, মিকাইল হোসেন প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: