
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়াতে সুবিধা বঞ্চিত রেল বাসিন্দা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে
আবু কাজেম ফাউন্ডেশন।
রবিবার দুপুরে পথপাঠশালা-৩ এর সুবিধা বঞ্চিতদের মাঝে বই সহ এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবু কাজেম উন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি: আরশাদ পারভেজ, উদীচী অভয়নগর শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সুনীল কুমার দাস,পারভেজ রুবেল,যুবলীগ নেতা আব্দুল মুকিত মোল্যা, রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় আবু কাজেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি: আরশাদ পারভেজ বলেন,ক্ষুদা- দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। অবহেলিত শিশুদের মানব সম্পদে পরিণত করতে হবে। এসময় তিনি সুবিধা বঞ্চিত শিশুদের বিনা মূল্যে আর্ট শেখার স্কুল চালু করার ঘোষণা দেন, এবং শিশুদের অভিভাবক অভিভাবিকাদের সাথে মত বিনিময় করেন।

আপনার মূল্যবান মতামত দিন: