পটিয়ায় খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী (র:) ওরশ পরিচালনা কমিটি’র আনন্দ র‌্যালি

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রাম।। | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৬

সেলিম চৌধুরী, পটিয়া চট্টগ্রাম।।
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫৬

ছবি- নিউজ প্রতিনিধি।

 খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতী আজমেরী (র:) পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে ওরশ পরিচালনা কমিটি নেতৃবৃন্দরা এক আনন্দ র‌্যালী বের করেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পটিয়া আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে মহাসড়কের উপজেলা গেইট এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করেন। আজ শুক্রবার ১০ ফেব্রুয়ারী ওরশ উপলক্ষে কমিটি’র পক্ষ থেকে পটিযা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর গ্রহন করেছেন। তৎমধ্যে খতমে কোরআন, মিলাদ মাহফিল রাতে ২০ হাজার মানুষের খাবার আয়োজন করেছেন কমিটি’র নেতৃবৃন্দরা।

আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটি’র সভাপতি সাবেক কমিশিনার হাজী নুরুল ইসলাম, সাধারন সম্পাদক এমএ আবছার, অর্থ সম্পাদক দিদারুল আলম, কমিটির আবদুল মাবুদ, আবদুল ছবুর, আবুল বশর, আবদুল জব্বার, হাজী রফিক আহমদ, আবদুল মতিন, আবুল হাশেম মিন্টু, আবদুল কুদ্দুস, আহমেদ নবী, জানে আলম, এসএম আমান উল্লাহ আমিরী, নুরুল আবছার, দিদারুল আলম, সাইফুল ইসলাম, বেলাল হোসেন, কাজী বেলাল, বাদশা মিয়া, আবুল বশর, গাজী মনির, মো: হেলাল, মো: মফিজ, ইউনুছ, রুবেল, মাকদুসুর রহমান, আবদুল মোতালেব প্রমুখ। উক্ত ওরশ শরীফ সফল করতে জাতির বর্ণ নিবিশেষে সকলকে দাওয়াত জানিয়েছেন উৎদপান কমিটি’র নেতৃবৃন্দরা।

 




আপনার মূল্যবান মতামত দিন: