
যশোর সদর উপজেলা সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াস বোলাক নির্মাণ কাজের নিয়ম বর্হিভুত। বৃহস্পতিবার সকালে সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ওয়াস বোলাক নির্মাণের কাজ শুরু করেন। জানাযায়, সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াস বোলাক নির্মাণের জন্য কয়েক ট্রাক ইট আনলে বিদ্যালয়ের কমিটির বৃন্দ এবং শিক্ষকরা ও স্থানীয় জনগণ দেখে বলেন, এই ইট নির্মাণের কাজের জন্য উপযুক্ত নয়। এ বিষয় অভিযোগ উঠলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যাায়, এবং বলেন এই ইট গুলো পাটিয়ে দেওয়া হবে। তবে তা না করে ঐ ইট মধ্যে বাছাই করে খোয়া তৈরি করা হয়। সেই ভাঙ্গা খোয়া না চেলে রাবিশ খোয়া দিয়ে এবং ধুলাবালি মিক্সার করে বিদ্যালয়ের ওয়াস বোলাকের নির্মাণ কাজ করেন, যা নিয়ম বর্হিভুত। তবে ওয়াস বোলাক নির্মাণ কাজে যে বালি ব্যবহার করা হচ্ছে তা স্থানীয়দের আদেও মনোপোক্ত নয়। স্থানীয় ও শিক্ষক এবং অভিভাবকরা জানান, এই দুই রকম বালি এখানে কয়েকমাস ফেলে রাখা হয়েছে এ গুলো বর্তমানে ধুলাবালির ময়লা আর্বজনা পরিণত হয়ে গেছে তবে এই ধুলাবালি দিয়ে বিদ্যালয়ে ওয়াস বোলাক নির্মাণ কাজে অনুপযোগী। সরেজমিনে গিয়ে তা সত্যতা দেখা মিলল। তবে স্থানীয় অভিযোগ এই নির্মাণ কাজ শুরু করার আগে ইট ভাঙ্গা খোয়া গুলো নেটে চেলে নিয়ে এবং বালি গুলো নির্মাণ কাজের উপযুক্ত কিনা তা ভেবে নির্মাণ কাজ করার দরকার ছিল কিন্তু তা করে ও তারা কোন নিয়মনীতি তোক্কা না করে ঐ বিদ্যালয়ের ওয়াস বোলাকের নির্মাণ কাজ করেন। অত্র বিদ্যালয়ের ওয়াস বোলাক নির্মাণ কাজ চলাকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার জনাব নুর ইসলাম মেকানিক গুলশানারা, কন্টাকটার আব্দুস সাত্তার ছাপ কন্টাকটার রাজু আহমেদ। তবে স্থানীয়দের অভিযোগ বাকী নির্মানাধীন কাজ তদন্তপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: