
যশোরের বুক চিরে প্রবহমান ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় জনউদ্যোগ যশোরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা মাহাবুবুর রহমান মজনুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবির জেলা সাধারন সম্পাদক এডঃ আবুল হোসেন, সাংবাদিক নেতা ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক জিল্লুর রহমান ভিটু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্পাদক সাজেদ রহমান, সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, এডঃ সৈয়দ মাসুমা আক্তার, যুবমৈত্রীর জেলা সম্পাদক সুকান্ত দাস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সম্প্রতি খননকৃত ভৈরব নদে একের পর এক অবৈধ ভাবে বালি উত্তোলন করছে কিছু প্রভাবশালী মহল। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ইতিপূর্বে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করা হয়েছে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি। আর তাই বাধ্য হয়ে পথে নামতে হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে এরপরেও কোন পদক্ষেপ না নিলে জনউদ্যোগ আগামীতে মামলা এবং যশোরের নাগরিকদের সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচী গ্রহন করবে বলে হুসিয়ারি দেন বক্তারা।

আপনার মূল্যবান মতামত দিন: